প্রকৃতিতে যে ঘটনা ঘটে তা মানুষের পক্ষে খারাপ-ভালো যাই হোক তার পেছনে কার্য কারণ থাকে। করোনা কি আমাদের নিয়ে যাবে সব, দেবে না কিছুই?

করোনার প্রতি
তমাল সাহা

করোনা সত্যিই কি আমাদের
হাত বাড়িয়ে দেয় নি কিছু?
করোনার পিছে আমরা না
করোনা আমাদের পিছু?

করোনার প্রতি সত্যিই কি
আমাদের নেই কিছু ঋণ?
করোনা! করোনা!
করে কেটে যায় সারাদিন।

রোজ অন্তত
একবার দুবার পাঁচবার
করোনার কথা ওঠে।
কত আশা হতাশা নিয়ে
দিনে সূর্য ওঠে আকাশের বুকে,
রাতের চন্দ্রমা তাহার ঠোঁটে।

করোনা দৃশ্যের পর বুঝি
মানুষ ভালোবাসে এতো সোজাসুজি!
এতো ভালোবাসা লুকিয়ে ছিলো কোথায়?
করোনা এখন ভরপুর
নাচে গানে আবৃত্তি ভাষণে কবিতায়!

ওইসব রাজনীতির ডাকাবুকো লোকেরাও
মানুষকে কত ভালোবাসে!
ত্রাণ নিয়ে দুয়ারে দাঁড়ায় এসে।

শুধু ভালোবাসা! ভালোবাসা! ভালোবাসা!
উপচে পড়ে ধারাজল বৃষ্টির মতো
প্রান্তরে ছড়ায় জ্যোৎস্নার মতো
অরণ্য মাতায় রোদের মতো
করোনা আসিয়াছে পৃথিবীর উঠোনে
মানব সম্পর্ক করিবে ঘনীভূত।

করোনা তো কিছু মৃত্যু তুলে নেবে,
নিয়ে যাবে কিছু শব।
রাষ্ট্র কি হিংসা দ্বেষ ভুলে যাবে
ক্ষমতার দম্ভ সংঘর্ষের কলরব?

করোনার চোখ সত্যিই কি রাঙানো
নাকি সে এসেছে, ইচ্ছে তাহার
আমাদের চেতনা জাগানো!