অবতক খবর,৬ জানুয়ারি,দক্ষিণ দিনাজপুর: বুনিয়াদপুরে পূর্বের করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিল পুলিশ প্রশাসন।
উল্লেখ্য ইতিমধ্যেই রাজ্যজুড়ে থাবা বসিয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। সেইমতো জারি হয়েছে করা প্রশাসনিক নিষেধাজ্ঞা। বর্তমান এই খারাপ পরিস্থিতির মাঝে পূর্বেকার দিন আনা দিন খাওয়া করোনা আক্রান্তদের পাশে দাড়ানোর উদ্যোগ নিল বংশীহারী থানার পুলিশ।

বৃহস্পতিবার বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে চাল ,ডাল, আলু, সোয়াবিন, তেল, মুড়ি, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয় বংশীহারী থানার পুলিশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, থানার বড়বাবু পল্লব ঝাঁ সহ অন্যান্য আধিকারিকেরা। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বংশীহারী ব্লক সহ সমগ্র জেলাবাসী।