অবতক খবর,৩১ মে: কাঁচরাপাড়া অঞ্চলের সুপ্রসিদ্ধ ব্যবসায়ী পাঁচু গোপাল দে’র ফুড প্লাজার কর্ণধার ভুতনাথ দে আজ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। ভুতনাথ দে-র পিতা কাঁচরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন অঞ্চলে পাঁচু গোপাল দে নামে মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। উত্তরাধিকার সূত্রে তাঁর পুত্র সেই মিষ্টির দোকানটি পরিচালনা করতেন। পরবর্তীতে এই দোকানটি এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য রেস্তোরাঁয় পরিণত হয় এবং নামকরণ করা হয় পাঁচু গোপাল দে ফুড প্লাজা।

২০ মে করোনায় আক্রান্ত হন তিনি এবং তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে কলকাতা ডেফোডিল নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করার জন্য অক্সিজেন চালু করা হয় এবং পরে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

আজ বেলা ২টো ২০ নাগাদ তিনি মারা যান। তাঁর দেহ ৮টা ৪০ মিনিট নাগাদ কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় এবং ধাপা মহা ষশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানিয়েছেন তাঁর পুত্র শুভ্র দে।

ভুতনাথ দে’র ব্যবহার, মানুষের সঙ্গে তাঁর সান্নিধ্য অত্যন্ত গভীর ছিল এবং তিনি মার্জিত ব্যবহারে ক্রেতাদের মনযোগ আকর্ষণ করেছিলেন।