অবতক খবর :: মুর্শিদাবাদ ::    ব্যাংকে লাইনে দূরত্ব বজায় রাখছে না কেউ। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ মিঠিপুর অঞ্চলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দেখা গেল এই রকমই চিত্র। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হলেও এখানে সেই সর্তকতা বিন্দুমাত্র দেখা গেল না।

সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছে ব্যাংকের সামনে। অনেকের মুখে মাস্ক দেখা গেল না, আবার যে দূরত্ব বজায় রাখার কথা বলছে সেটাও দেখতে পাওয়া গেল না।

জানা যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ সেই ভাবে মানুষকে সতর্ক হতে বলছে না। পুলিশ এসে বারবার বারণ করলেও লাইন ঠিক করে দিলেও ,তারা চলে যাওয়ার পর পুনরায় একই অবস্থা হচ্ছে ব্যাংকে লাইনে। যেখানে মানুষকে নিজের বাড়িতে থাকার জন্য বারবার প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বেড়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু ভিড় জমে আছে। মানুষ যদি সচেতন না হন তাহলে এই করোনা সংক্রামক দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে চারিদিকে।