অবতক খবর,১০ জুলাই: রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। বীজপুরেও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। কিভাবে এই করোনার কবল থেকে নিজেদের মুক্ত রাখা যায় সেই চিন্তায় রয়েছেন শহর তথা রাজ্যের মানুষ।

করোনা রুখতে যা যা সর্তকতা অবলম্বন করা দরকার তার সবটাই করছেন মানুষ। কারণ নিজেকে এবং নিজেদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে বীজপুরের তৃণমূল যুব নেতা কমল অধিকারী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। নিজের এবং পরিবারের কথা ভেবে তিনি নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছিলেন। ‌যাতে তার জন্য যেন অন্যান্যদের কোন অসুবিধা না হয়।

অন্যদিকে পরপর তিনবার রিপোর্ট করার পর প্রথম দুটি রিপোর্টেও তার করোনা পজিটিভ পাওয়া যায়। অবশেষে তৃতীয়বার রিপোর্ট করার পর তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।

এরপর তিনি প্রতিক্রিয়ায় বলেন,”আমার সাথে সাথে আমার স্ত্রীরও করোনা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেখানেও রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাদের জন্য অন্যান্যরা যাতে বিপদে না পড়ে সেই কারণেই আমরা নিজেদের ঘরবন্দি করেছিলাম। এখুন আমি পুরোপুরি সুস্থ আছি।