অবতক খবর,১৮ সেপ্টেম্বর,রুপম রায়,শান্তিপুর,নদীয়া: করম পূজা ২০২১ পালিত হল আদিবাসী সম্প্রদায়ের গ্রামে। ধুমধামের সাথে আদিবাসী নৃত্য সহ ঝুমুর নাচের মাধ্যমে কোমর দুলিয়ে রাতভর চলে অনুষ্ঠান। শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়ায় করম পূজা ২০২১ পালিত হল আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে। এদিন করম পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে তারা। আদিবাসী নৃত্য সহ ঝুমুর নাচের মাধ্যমে মেতে ওঠে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই করম পূজায় প্রশাসনিক মহলের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এসে এই করম পূজায় আদিবাসী নৃত্য সহ ঝুমুর নাচে অংশগ্রহণ করেন। গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে এই করম পূজা পালন করল। রাতভর ধরে চলে আদিবাসী নৃত্য সহ ঝুমুর নাচ। যদিও কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আদিবাসী নৃত্য ও জুমুর নাচ দেখার জন্য শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ওই গ্রামে। মন ভরে যাওয়া আদিবাসী নৃত্য সহ ঝুমুর নাচ দেখে চোখ ফেরাতে পারেনি শান্তিপুরবাসী।