অবতক খবর :: নদীয়া ::   শাশ্বত সনাতন ধর্মের ঐতিহ্যে বিশ্বাসী সংসদ জগন্নাথ সরকার মনে করেন এখন অভিজ্ঞ জ্ঞানীদের ডক্টরেট ডিলিট উপাধি দেওয়া হয় আগেকার দিনে মুনি ঋষি নামে খ্যাত ছিলেন তারা। বর্তমান বিজ্ঞানীদের থেকে কোন অংশে কম ছিলেন না তারা, বরং তারা কি করেছেন, কি বলেছেন তার গবেষণা বিশ্লেষণ করেই চলেছেন। সেই অর্থে খুব বেশি নতুন করে কোনো তত্ত্ব আবিষ্কৃত হয়নি।

করোনা মোকাবেলায় যোগ্য ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে জানা না থাকলে কুসংস্কার মনে হবে। যেমন পৃথিবীর অন্যান্য দেশের ভাষা যদি কাউকে দেখানো হয়, সেটাকে আঁকিবুকি বলে মনে হতে পারে , কিন্তু সেই ভাষার সম্পর্কে পড়াশোনা করলে জানলে বোঝা যাবে ওর মধ্যে দিয়ে কি কি ভাব ব্যক্ত করা হয়েছে।

এদিনের ভাগীরথীর তীরে বিজেপি বিভিন্ন এলাকাভিত্তিক নেতা কর্মীবাদেও বেশ কিছু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সংসদের সর্বসাধারণের উদ্দেশ্যে মঙ্গল কামনার জন্য এই মহাযজ্ঞ অনুষ্ঠানে।