অবতক খবর :: ইসলামপুর ::    প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বরাদ্দ বিতরণ করতে হবে, তিন মাসের বিদ্যুতের বিল মুকুব করতে হবে এবং ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে। সংশ্লিষ্ট বিষয়গুলো সহ বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে গোয়ালপুকুর এক ব্লকের বিডিও কে বৃহস্পতিবার স্মারকলিপি দিল বিজেপির গোয়ালপখোর এক ব্লক মন্ডল কমিটি।

কমিটির সভাপতি আনন্দ কুমার মন্ডল জানান ,সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়াও রেশন সংক্রান্ত তথ্য জানার জন্য হেল্পলাইন নাম্বার জানাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলোও রয়েছে তাদের ওই স্মারকলিপির অন্তর্গত ।তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বরাদ্দের চাল ,ডাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য অন্যান্য জায়গায় বিতরণ করা শুরু হলেও গোয়ালপোখর এর উপভোক্তারা এখনও পর্যন্ত সেই সুযোগ থেকে বঞ্চিত। অবিলম্বে যেন তা প্রদানের ব্যবস্থা করা হয়।

অপর বিজেপি নেতৃত্ব মহম্মদ ঈশাক আলম জানান, সাধারণ মানুষদের পাশাপাশি শ্রমিকদের স্বার্থে কাজ করতে গেলেই বিরোধী দলের নেতৃত্বে তাদেরকে বাধা দিচ্ছেন। এ বিষয়টি এদিন প্রশাসনকে জানানো হয়েছে।