এখন বইমেলার ঋতু।
নৈহাটি, বারাসতে বইমেলা চলছে। কল্যাণী, চাকদহ বইমেলা হয়ে গেলো। কবিরা কবিতা পাঠ করলো।বইমেলা অথচ কবিতা পাঠ হবে না এটা হতে পারে না। কবিরা কতরকম কবিতা পাঠ করে। কবিদের প্রকৃতিও বিভিন্ন রকম। কবিদের কথা শুনুন।

কবি ও কবিতাপাঠ
তমাল সাহা

এক

পৃথিবীতে অনেক ধরনের
মানুষ দেখা যায়।
কবি দেখা যায় দুরকম
বুদ্ধিমান ও বোকা।
বুদ্ধিমান কবিদের নাম
ধরে ধরে তাদের কবিতা
নিয়ে আলোচনা করেন বিদগ্ধজনেরা।

বোকা কবিদের সুবিধে এই
তাদের কবিতা নিয়ে
আলোচনা হয় না এবং
তাদের নামও কেউ জানে না।

এটাই আবার বোকা কবিদের
সবচেয়ে সুবিধে
কেউ পড়ুক আর না পড়ুক
তারা লিখেই চলে।

দুই

অসুখে বিসুখে না খেতে পেয়ে মানুষ মরে
আত্মহত্যা করেও মানুষ মরে।
কবিরা কবিতা লেখে বলে
ফায়ারিং স্কোয়াডের হাতে মরে।
ভুয়ো এনকাউন্টারে মরে
কত কবির ছিন্ন মুন্ড,
গুলিবিদ্ধ দেহ পাওয়া গেছে
মাটির উপরে মাটির গভীরে।

কত কবি প্রশস্তিবাক্য লিখে মরে
কত কবি সিংহাসন সাফ সুতরো করে মরে।
কত কবি আত্মবিলাপের কবিতা লিখে মরে
মানুষ দুভাবে মরে,
কবিরা বিচিত্র তাই বহুভাবে মরে।
এবং রাষ্ট্র তাদের মারে নয়,
হত‍্যা করে
তাদের একমাত্র অন‍্যায়—
তারা মানুষের পক্ষে লেখে এবং
লিখতেই থাকে।

তিন

কবিতা তো আবাদভূমি
কবি কৃষিজীবী
মানবশস্য তার চাষবাস।
তুমি কবিতা লেখো
আড়াল রাখো কৌশল বড়
অন্যরা বলে সাবাস সাবাস!

কবিতা পাঠ জমেছে বেশ
সে আসর যদি না ঘিরে ফেলে পুলিশ
তবে কিসের কবি সমাবেশ?