কবিতা কখন দৃশ্যমান
তমাল সাহা

এক)
উলঙ্গতার গান

এ মা ন্যাংটো!
শিশুদের নগ্ন দেখে
এ বাক্যটি উচ্চারণে ছিল অপূর্ব সুখ।
এখানে বড়রা উলঙ্গ
‘একটু কটু কথা’ কে বলেছে
এদেশে এখন গণতন্ত্রের অসুখ!

গণতন্ত্রই বস্ত্রহীন, মানুষ পুড়ে মরে
সাংবাদিক বিবস্ত্র এ আর এমন দৃশ্য কি!
দেখো মর্মান্তিক অশ্লীলতা
এই ভারত সাগর তীরে।

এই ভারতে ফিরে আসে মহাকাব্যের কত পর্ব!
দ্রৌপদীর বস্ত্রহরণ, জতুগৃহ দাহ, খাণ্ডব দাহন, দলিত শোষণ, সীতার অগ্নিপরীক্ষা
এসবই আমাদের ঐতিহ্য, মহান গর্ব!

দুই)
জ্বালানোর গান

লোকে বলে, দাদা! খুব দিচ্ছেন তেল।
তেল দেওয়া এত সোজা?
বাজারে গিয়ে দেখুন কত দাম আঁতকে উঠুন, এতো দর পেট্রোল ডিজেল!

আরো শুনি, এতো গ্যাস খাওয়াচ্ছেন!
গ্যাস খাওয়ানো এত সহজ?
গ্যাসের দাম কত জানেন? গ্যাস! গ্যাস! জ্বলবে না আর ওভেন।

জ্বলন জ্বলুন জ্বালান
তৃতীয় শব্দটি পছন্দ করুন এবং করান
তারপর দেশলই হাতে নামুন ময়দান।