অবতক খবর,১৯ জুলাই,মালদা:- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলো প্রায় শতাধিক কংগ্রেস কর্মী। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই যোগদান বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের কংগ্রেসে ভাঙ্গন মালদহের হরিশ্চন্দ্রপুরে।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খানের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় শতাধিক কংগ্রেস কর্মী। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তবারক হোসেন চৌধুরী, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্বের দাবি মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস কর্মীরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কংগ্রেস আমলে সঠিক ভাবে কোন উন্নয়ন হয়নি। কিন্তু তৃণমূল পঞ্চায়েতে আসার পর উন্নয়ন হয়েছে। বর্তমানে কংগ্রেসের উপস্থিতি তেমন ভাবে টের পাওয়া যায় না। তাই এই যোগদান।