অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ কংগ্রেসের হাত সে হাত জোড়ো শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত । ভারতবর্ষের প্রত্যেক যায়গায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ভারত জোড়ো যাত্রা। এরেই অঙ্গ হিসেবে অসম সহগোটা রাজ্যে শুরু হচ্ছে হাত সে হাত জোড়ো। ২ তারিখ থেকে শুরু হবে কাছাড়ের বিভিন্ন বিধানসভায় আসাম মিজোরাম সীমান্ত থেকে এদিন পায়ে হেঁটে হাত সে হাত জোড়ো অভিযানে শুভ উদ্বোধনে সামিল হবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ জিতেন্দ্র সিং কংগ্রেসের নিখিল ভারত সম্পাদক পৃথ্বীরাজ সাথপাতে সহ কংগ্রেসের রাজ্যিক সভাপতি ভূপেন বরা,এবং কংগ্রেসের সমর্থকরা।

আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান অসম প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্যিক সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। তিনি বলেন দেশের জনগণের স্বার্থের জন্য রাহুল গান্ধী এই ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তমাল বনিক অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি শরিফউজ্জ্ব মান লস্কর, সুজন দত্ত, কিশোর ভট্টাচার্য , অতনু ভট্টাচার্য আজমল লস্কর বীনা রানী রবিদাস প্রমুখ।