অবতক খবর: দেশজুড়ে গেরুয়াকরণের বিরুদ্ধে বৃহস্পতিবার নবান্নে সোচ্চার হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মমতা বলেন, ‘ওরা হিংসার আশ্রয় নেবে, আর সব কিছুকে গেরুয়া বানিয়ে দেবে। রং হিসেবে গেরুয়া আমাদের অপছন্দের নয়’।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন ,’ গতকাল আমি আলিপুরের ডিজি হেডকোয়ার্টার থেকে ফিরছিলাম। উলটোদিকে একটা পেট্রল পাম্প আছে। দেখছি, দু’জন গলায় কার্ড ঝুলিয়ে গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আমি আমার গাড়িতে থাকা এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে, তোমাদের ইউনিফর্ম আবার কবে গেরুয়া হল। শুনলাম পুলিশের নয় সমস্ত পেট্রল পাম্পে ইনস্ট্রাকশন গিয়েছে, যারা কাজ করবে তাদের সব গেরুয়া পোশাক পড়তে হবে’।

গেরুয়াকরণের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ আগেই থেকেই সরব। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে বিজেপি- আরএসএসের গেরুয়াকরণের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন করছে।

এদিন বেশ তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গলাতেও গেরুয়াকরণের বিরুদ্ধে আওয়াজ শোনা গিয়েছে।এদিন মমতা বলেন, ‘বাইপাসের দিকে মেট্রো স্টেশনগুলো দেখে নিন, অর্ধেক গেরুয়া করে দিয়েছে। ৩৬ টি স্টেশন মডার্নাইজেশনের নামে গেরুয়া করার কাজ চলছে। এসব আমার আমলে পাশ হওয়া প্রকল্প। সারা দেশ যদি গেরুয়া হয়ে যায় তাহলে অন্য রং গুলো কোথায় যাবে? গেরুয়া রং পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।’

তিনি বিজেপির উদ্দেশে বলেন, ‘ওদের অভিধান সংবিধান নয়, ওদের অভিধান হল সন্ত্রাসের অভিধান। দলিতদের ওপর, অত্যাচার সংখ্যালঘুদের ওপর অত্যাচার। এমন কি সাংবাদিকদেরকেও তাদের ধর্ম জানতে চাওয়া হচ্ছে। এরা মনে করে, হিংসা ছাড়া কোন গতি নেই।‘