অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটারস অ্যাসোসিয়েশনের আন্দোলনকারীদের সাথে ব্যাপক ধস্তাধস্তি। ব্যারিকেট ভেঙে বিকাশ ভবন যাওয়ার চেষ্টা।৩০ দিনের কাজ ও ৬০ বছরের স্থায়ী করণের দাবী সহ দশ দফা দাবী নিয়ে তাঁদের এই বিক্ষোভ।

ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটারস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিকাশ ভবন অভিযান। আপদমিত্র ও সিডিভিদের ৩০ দিনের কাজ সহ ৬০ বছরের স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি। করুণাময়ী থেকে মিছিল করে তাদের বিকাশ ভবন যাওয়ার কথা।কিন্তু তার আগেই পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। ব্যরিকেট তুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা। পুলিশ তাঁদের আটকে দেয়। এই মুহূর্তে বসে বিক্ষোভ করছে আন্দোলন কারী।

ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে ১০ দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান। দাবী গুলো হলো……

১) প্রতি মাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তা ও সঠিক সময়ে পারিশ্রমিক চাই।

২) ৬০ বছর পর্যন্ত কাজের সুরক্ষা চাই।

৩) আপদামিত্র ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক / যুবতিদের সরকার নিয়োগ কালে চাকরিতে অগ্রাধীকার দিতে হবে।
৪) বিপর্যয় মোকাবেলার দল প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরে গঠন করতে হবে।
৫) অসামরিক বিপর্যয় যুদ্ধার পরিবারকে সুরক্ষা ও দূর্ঘটাকালীন সুযোগ সুবিধা দিতে হবে।
৬) অসামরিক বিপর্যয় যুদ্ধাদের অসুস্থ অবস্থায় ও প্রতি দিনের পারিশ্রমিক দিতে হবে।
৭) অসামরিক বিপর্যয় যুদ্ধাদের পরিচয় পত্র ও পোশাকদিতে হবে।
৮) স্বজন-পোষণ ও নিয়োগকালিন দুর্নীতি বন্ধ করতে হবে।
৯) বিপর্যয় মোকাবেলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে অফিসার নিয়োগ করতে হবে।
১০) বিপর্যয় মোকাবেলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে প্রয়োজনে অত্যাধুনিক সরঞ্জাম দিতে হবে।