অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়িতে লকডাউন হবার আগে ভীড় বিধান মার্কেটে। শাক সবজী, মাছ মাংশ এবং মুদির দোকানে সকাল থেকেই মানুষ ভীড় করছেন আগামী সাত থেকে দশ দিনের জিনিস কিনে রাখবার জন্য। প্রতিটি দোকানে দোকানদার জিনিসপত্র জিনিস দিতে দিতে হিমসিম খেয়ে যাচ্ছেন। একই অবস্থা হায়দারপাড়া,সুভাষপল্লী এবং ভারতনগর বাজারেও।

এক দোকানদার জানালেন যতদিন যোগান পাব জিনিসপত্র দিয়ে যাব, কিন্তুু তার পরে কি হবে বলতে পারবো না। এদিন বিধান মার্কেটের অন্যান্য দোকানপাট একেবারেই বন্ধ দেখা গেছে। লোকজন একেবারে প্রয়োজন না হলে বের হন নি। এদিন সকাল ছটা থেকেই লোকজন বাইরে বের হয়ে পড়েন দুধ এবং ওষুধ কিনবার জন্য।

শিলিগুড়ির হংকং মার্কেট আগেই বন্ধ করে দিয়েছিলো বাজার একত্রিশ তারিখ পর্যন্ত। শিলিগুড়ির অন্যান্য বাজারও খোলে নি এদিন, একমাত্র জরুরী পরিসেবা ছাড়া সবই বন্ধ করে দেওয়ায় গোটা বাজারই এদিন ছিলো একেবারে ফাকা, সবাই যেন জিনিসপত্র ঘরে নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সবমিলিয়ে এক অচেনা শিলিগুড়ি আজ সামনে চলে আসল।