অবতক খবর,২৫ সেপ্টেম্বর: এসইউসিআই-এর ডাকে আগামী ২৭শে সেপ্টেম্বর ভারত বনধ্ ডাকা হয়েছে।‌ সাধারণ মানুষকে বনধ্ সমর্থন করার আবেদন করে বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে। এই বনধ্কে সমর্থন করছে সিপিএম। তারাও নিজেদের পক্ষ থেকে এই বনধ্ সফল করার আহ্বান জানাচ্ছেন জনগণকে। গোটা রাজ্যের পাশাপাশি আজ সকাল থেকেই দেখা গেল বীজপুরের বিভিন্ন জায়গায় এসইউসিআই এবং সিপিএম নেতা কর্মীরা এই বনধ্কে সমর্থন করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় প্রচার মিছিল করছেন। ঠিক সেই রকমই আজ বিকেলে কাঁচরাপাড়া রাজপথে এসইউসিআই এবং সিপিএম কর্মী সমর্থকরা সাধারণ মানুষকে বনধ্ সমর্থন করার আহ্বান জানিয়ে একটি মিছিল বের করেন। এই মিছিল শুরু হয় কাঁচরাপাড়া এসইউসিআই পার্টি অফিস থেকে। ‌ তাদের দাবি-দাওয়া নিয়ে এবং স্লোগান দিতে দিতে মিছিলটি শহর পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন কাঁচরাপাড়া সিপিএম এরিয়া কমিটি সম্পাদক দেবাশীষ রক্ষিত, সিটু নেতা শম্ভু চ্যাটার্জী।

আগামী ২৭ তারিখ যে বনধ্ ডাকা হয়েছে,তাতে তারা কিছু দাবি রেখেছেন। সেগুলি হল-
১.কেন্দ্র সরকারকে অবিলম্বে কৃষিবিল প্রত্যাহার করতে হবে এবং দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের ন্যায় বিচার করতে হবে।
২. সম্প্রতি কেন্দ্র সরকার যে বিদ্যুৎ বিল এনেছে তা প্রত্যাহার করতে হবে।
৩. দেশের সরকারি সংস্থাগুলোর বেসরকারিকরণ বন্ধ করতে হবে।
৪.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে।
এই মূল দাবি গুলি ছাড়াও তারা সরব হয়েছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে।