অবতক খবর , সৌরভ নস্কর দক্ষিণ 24 পরগনা :- রবিবার মৌশুনী গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্যা খতিয়ে দেখার জন্য কর্মী বৈঠক করলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন তিনি জানান এলাকার সমস্যাগুলি নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানত নদীর বাঁধ, পানীয় জল, রাস্তা, যেটি প্রভৃতি সমস্যার কথা বৈঠকে আলোচনা হয়েছে।

 

খুব শীঘ্রই এইসব সমস্যাগুলো সমাধান করা হবে। সামনে একুশের ভোট , তাই কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেন। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন গুলি মানুষকে বোঝানোর জন্য বলেন।

এদিন কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা , জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালি ও মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বুথস্তরীয় নেতৃবৃন্দ।

এদিন সাগরে বিধায়ক বলেন মমতা ব্যানার্জির আদর্শ ও উন্নয়নের লক্ষ্য করে একুশের ভোটে এগোতে চান। তিনি বলেন তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। কর্মী বৈঠকের পর তিনি নদী বাধঁ পরিদর্শন করেন এবং বলেন খুব শীঘ্রই পয়লা ঘেরী সিগনাল পয়েন্টের নদীবাঁধের কাজ শুরু হবে।