অবতক খবর,২৯ আগস্টঃ এবার মমতা ব্যানার্জীর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি। যদিও মমতা বা অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসেব চাওয়া হয়নি মামলায়।

মামলাকারীর বয়ানে, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরীব পরিবার থেকে উঠে এসেছেন। তার ছয় ভাই আছেন। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

কলকাতা পুরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাইয়ের স্ত্রী নির্বাচনে প্রার্থী হন।

তার পেশ করা হলফনামায় দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল। যদিও একাধিক সম্পত্তির উল্লেখ হয়নি। যেগুলি বিপুল টাকার সম্পত্তি এবং জলের দামে কেনা হয়েছে বলে অভিযোগ।

এছাড়াও কুণাল ঘোষ বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে ব্যানার্জি পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে বলে সন্দেহ মামলাকারী আইনজীবীর।

কিভাবে সম্পত্তির এত পরিমাণ বাড়ল তা নিয়ে প্রশ্ন তুলে দায়ের মামলা।

ইডি,সিবিআই ও ইনকামট্যাক্স কে দিয়ে তদন্ত করার আবেদন।