অবতক খবর,২৫ জুনঃ নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষ যুক্ত মৎস্য চাষের সঙ্গে। এই মাছ চাষ করেই চলে তাদের জীবন-জীবিকা। কিন্তু এই অঞ্চলের মানুষের একটি প্রধান সমস্যা হলো নিকাশি ব্যবস্থা। শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে নিকাশি নালা প্রায় নেই বললেই চলে। যার জেরে অত্যন্ত সমস্যায় পড়েছেন ওই গ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।

তাদের অভিযোগ, প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিমা রায় এবং বিধায়ক পার্থ ভৌমিককে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

তারা জানান, এই সমস্যার যদি দ্রুত সমাধান না হয় তবে তারা আগামী ২০২৩-এর যে পঞ্চায়েত নির্বাচন রয়েছেন তা বয়কট করবেন। আর এই কথা তারা কার্যত হুমকির সুরে বলেছেন।\