অবতক খবর,২৩ সেপ্টেম্বর: আসাম ত্রিপুরার মত এবার বিজেপি শাসিত রাজ্য গোয়ায় ভোট প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর খুব শিগগিরই গোয়া যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। আর সেখানে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চাইছে তৃণমূল। খবর পাওয়া গেছে ইতিমধ্যে মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC-এর ২০০ জন সদস্য গোয়ায় তৃণমূলের মাটি শক্ত করতে জোর কদমে মাঠে নেমে পড়েছে।
এদিকে সূত্রে এও জানা যাচ্ছে যে, তৃণমূল সাংসদের একটি টিম এবং অভিষেক বন্দোপাধ্যায় খুব শিগগিরই যাবেন। সেখানে গিয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখবেন গোয়ায়।
সূত্রের খবর,গোয়ার বেশ কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গেও তৃণমূলের আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে। কংগ্রেসের সংগঠন অত্যন্ত দুর্বল, আর সেই দুর্বল সংগঠনকেই হাতিয়ার করে তৃণমূল নিজেদের অনুকূলে আনতে চাইছেন গোয়াকে।