অবতক খবর,১৭ সেপ্টেম্বর: এগরা ও কাঁথি হাসপাতালে ১২০ জন শিশু অজানা জ্বরে ভর্তি।

চিকিৎসকদের কথায়, প্রতিবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে শিশুরা ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হয়।
এই জ্বরে আক্রান্ত হলে বাচ্চাদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরতে শুরু করে সঙ্গে প্রচন্ড জ্বর। দু এক দিনের মধ্যে শ্বাস কষ্ট শুরু হয়, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়।
তবে চিকিৎসকদের কথায়, শুরুতে চিকিৎসা হলে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
পরিসংখ্যান বলছে, এগরা মহকুমা হাসপাতালের SNCU-তে ৩ মাস থেকে ৫ বছরের ও শিশুরা ৮ থেকে ১০ বছরের শিশুরা জ্বর, সর্দি,কাশি,নিয়ে ভর্তি হয়েছে প্রায় ১২০ জন বাচ্চা।