অবতক খবর , বিজু , জামুরিয়া, পশ্চিম বর্ধমান :- জামুরিয়া থানার হিজালগরা গ্রামের কলাই বাড়ি পাড়াতে সেক মানান এবং সেক ফারহাদদের বাড়ীতে দীর্ঘদিন ধরে থাকতো এক হিন্দু সম্প্রদায়ের সারথী বাউরি বৃদ্ধ মহিলা। মহিলাটি দীর্ঘদিন অসুস্থ্য ছিল, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তাকে আর বাঁচাতে পারলো না শেখ মানান ও তার ভাই শেখ ফারহাদ। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জামুরিয়া ২ নম্বর ব্লকের সভাপতি সুকুমার ভট্টাচার্য্য উদ্যোগে এক হিন্দু মহিলার শেষকৃত্য সম্পন্ন করার জন্য এগিয়ে এলেন শেখ মতিন,শেখ বাবলু, শেখ জোজো, শেখ আজিজুল, শেখ বাপি ও শেখ সমির সহ পাড়ার আরো মুসলিম ভাইয়েরা। যথারীতি সব হিন্দু রীতি নীতি মেনে সব কার্য সম্পন্ন করলেন মুসলিম ভাইরাই। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানা র হিজলগড়া গ্রামে এই দৃশ্য দেখা যায়। মৃত মহিলার নাম সারথী বাউরি তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ হয়েছিলেন এবং সে সময়ও তাকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছিলেন মুসলিম ভাইরা।