অবতক খবর,১২ জানুয়ারি,বাঁকুড়া:- বুধবার সকালে বাঁকুড়া বিভাগীয় বনাধিকারীক বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ ইংরেজি 12-1-2022 তারিখ বাঁকুড়া জেলার বড়জোড়া রেঞ্জে সাহারজোড়া মৌজায়-১টি হাতি রয়েছে এবং সোনামুখী রেঞ্জে করঞ্জমনি খয়রাশোল মৌজায়-১টি হাতি রয়েছে । বনদপ্তর এর পক্ষ থেকে ওই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে ।
পাশাপাশি সোনামুখী রেঞ্জের ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এর মধ্য দিয়ে জানিয়েছেন

আজ ভোরে একটি হাতি দ্বারকেশ্বর নদী পেরিয়ে সোনামুখী বনাঞ্চলের মধ্যে প্রবেশ করেছে এবং হাতিটির অবস্থান বর্তমানে তেতুল বাঁধ জঙ্গলের কাছাকাছি অবস্থান করেছে।
সোনামুখী বনাঞ্চলের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীদের জানাই আপনারা কেউ অযথা জঙ্গলে প্রবেশ করবেন না সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোলে টর্চ লাইট ব্যবহার করুন এবং সাবধানে থাকুন ।

এই করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন মাক্স স্যানিটাইজার ব্যবহার করুন।