অবতক খবর,১২ জানুয়ারি: কাঁচরাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি মার্কেট বিবেকানন্দ মার্কেট নামে পরিচিত। সেখানে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাধ্যমে রুটিরুজির সংস্থান করেন। আর আজ বিবেকানন্দের জন্মদিনে সেইখানেই আয়োজন করা হল রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের।

এই করোনা পরিস্থিতিতেও সমস্ত বিধিনিষেধকে মাথায় রেখে ৫০ জন রক্তদাতা সেখানে রক্ত দান করেন। এ ছাড়াও বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা করান এই শিবিরে।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার,বরিষ্ঠ তৃণমূল নেতা দিলীপ ঘোষ,বাচ্চু মন্ডল, সমাজসেবী রামা শংকর গিরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা দীপক সরকার। তার উদ্যোগেই এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়।

তিনি বলেন, আজ স্বামীজীর জন্ম দিনে এই স্বামী বিবেকানন্দ মার্কেটে আমরা তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে রক্তদানের আয়োজন করেছি। তার মুখনিঃসৃত বাণী চিরকাল যুবসমাজকে উজ্জীবিত করবে। তাঁর দেখানো পথে যুব সমাজ যদি এগিয়ে যায়, তবে আমাদের ভারতবর্ষ অন্যরকম এবং আরো উন্নত হবে।