শব্দের কাঠিন্যে কবিতা ভোঁতা হয়ে যায়।যা সহজ স্বাভাবিক তাই সুন্দর। মা আ আ আ…
তাকে যদি ডেকে বলি মাতা! যাত্রাপালা গানের মতো শোনায়, মাতৃত্ব হারিয়ে যায়। আজ একটি সহজ কবিতা লিখি।

একদম সহজ কবিতা
তমাল সাহা

আমরা যাকে মা বলি
তোমরা বলো আম্মা।
আমরা যাকে রক্ত বলি
তোমরা বলো খুন
তোমরা যাকে মাফি বলো
আমরা বলি ক্ষমা।

আমরা যাকে জল বলি
তোমরা বলো পানি
তোমার আমার একই শিশু
নরম হাতখানি।

তোমরা যাকে গোসল বলো
আমরা বলি স্নান
আমার যেথায় আকাশ থাকে
তোমারই আশমান।

তোমরা যাকে সুরজ বলো
আমরা বলি সূয্যি
আমার ভজন আমার দোয়ায়
একই সে তো আর্জি।

আমার রাম যেথায় থাকে
সেথায় তোমার আল্লা
আমার পূর্ণিমা তোমার সুদি
একই চাঁদের জেল্লা।

আমার বিয়ে যাবে তোমরা
বলবে তাকে শাদি
একই সে সুখ বুকের ভেতর
একই দুখে কাঁদি।

আমার হৃদয় তোমার হিয়ায়
একই সুরের ভাষা
কোত্থেকে যে দুজনেতে
পেলো ভালোবাসা!

তোমার আম্মা আমার মা
কী গভীর উচ্চারণ।
আমার ভাসান তোমার ঈদে
মধুর আলিঙ্গন।

বর্ষে বর্ষে সুজন আসে
তাই তো ভারতবর্ষ
গুল বাগিচায় ফুল ফুটেছে
কার না ধরে হর্ষ!
তোমার আমার একই আশা
নেইকো তাতে ফাঁক
তোমার আমার একই বাসা
ভারত বলে ডাক।