অবতক খবর, উত্তর দিনাজপুরঃ আমি এই দপ্তরের মন্ত্রী অর্থাৎ এই শ্রম দপ্তরে যদি কোনো কর্মী বা আধিকারিক বা পঞ্চায়েত সদস্য এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন তবে তা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর এক গ্রাম পঞ্চায়েতের পান্জিপারা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা যোজনার একটি কর্মসূচিতে অংশ নিতে এসে এমনই বলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী।

অসংগঠিত শ্রমিকদের নিয়ে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সামাজিক ভাবে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো গোয়ালপুকুর এক ব্লক এর পাঞ্জীপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার প্রায় এক হাজার মানুষের সমাগমে ইসলামপুর শ্রম দপ্তর তাদের ওই যোজনার সুফল সম্পর্কে বিস্তারিতভাবে সামগ্রিক তথ্য তুলে ধরেন শ্রমিক ও সাধারণ মানুষের কাছে। শ্রম দপ্তরের আধিকারিক নওশাদ আলি জানান, এদিন প্রচার পত্র ও ফর্ম বন্টন করা হয় উপভোক্তাদের মধ্যে। এদের মধ্যে কেউ শিক্ষার জন্য টাকা পান আবার কেউবা স্নাতক হওয়ার পর যদি অবিবাহিত থাকেন তিনিও এই সুযোগ গ্রহণ করেন। এছাড়াও উপভোক্তার যদি মৃত্যু হয়ে থাকে তার নমিনি সেই অর্থ পান। যাতে এই প্রকল্পে নথিভূক্ত হন শ্রমিকরা এবং যাতে এই সুবিধা তারা গ্রহণ করেন এ বিষয়ে সবার কাছেই এদিন শ্রম দপ্তরের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন সেখানে অনেক উপভোক্তাও উপস্থিত হয়েছিলেন সেখানে। এদিন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জু রানী মৃধা,শান্তি রঞ্জন মৃধা এবং পঞ্চায়েত সদস্য ফিরোজ খান সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা।