অবতক খবর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস এন্ড গাইডস্ নামে, আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ ডেঙ্গু ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, সহ মশাবাহিত রোগ নিয়ে সচেতনতার কর্মসূচি অনুষ্ঠিত হয়, মন্তেশ্বরে ।সংস্থার প্রতিনিধিরা শান্তনু সাহা, নীতিশ ঠাকুর, রাকেশ রসান কুমাররা জানান সংস্থার দশ জন প্রতিনিধি, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে পায়ে হেঁটে দুর্গাপুর, হয়ে , ভায়া ভাতার রাস্তাহয়ে , মন্তেশ্বর কুসুমগ্রাম রাস্তা দিয়ে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত ১৬০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করছেন তারা।

যাবার পথে, মন্তেশ্বর ব্লকের, মালডাঙ্গা বাজার, মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় মানুষজনদের , নর্মদা পরিষ্কার রাখার কথা বলা, চৌবাচ্চায় ধরে রাখার জল তিনদিন অন্তর পাল্টানো, সুপার হিট ট্যাংক যেন ঢাকা থাকে, , পরিতক্ত টায়ার ফুলদানি বা কোন পাত্রের জল জমে না থাকে,তার ব্যবস্থা গ্রহণ, শোবার সময় মশারি টাঙানো , সহ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করার মাধ্যমে , ম্যালেরিয়ার ডেঙ্গু চিকনগুনিয়া ফাইলেরিয়া, থেকে বাঁচতে, মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করার, বিষয়ে জানিয়ে মানুষকে সচেতন করেন সংস্থার পক্ষ থেকে।এই সচেতনতার কর্মসূচি প্রচার করছেন এবং এর জন্য লিফলেট বিলি করে সংস্থার পক্ষ থেকে।