এই বৈশাখ আমার নয়
তমাল সাহা

এই বঙ্গোপদেশে
বৈশাখ বললে বই ও শাঁখের কথা মনে পড়ে
মনে পড়ে শাখা শাখে কৃষ্ণচূড়া পলাশ
এই বৈশাখ আমার নয়
এই বৈশাখে ধর্ম জাত নিয়ে লড়াই চলে
নারীরা দণ্ডে দণ্ডি কাটে কাঁদে অর্ধেক আকাশ

এই বৈশাখ আমার নয়
উৎকোচে পরিপূর্ণ শাসকের হাত
প্রতারিত প্রজন্ম পথে বসে ফেলে দীর্ঘশ্বাস

এই বৈশাখ আমার নয়
কেন বাজাবো মঙ্গল শাঁখ?
পাঠভবনে অন্ধকার নামে লাঞ্ছিত প্রাচীন ইতিহাস
হতাশ জনবাসী কোন অভিমুখে সংস্কৃতির বাঁক!

এই বৈশাখ আমার নয়
কে বলেছে চির নূতনেরে দিল ডাক?
এক হাতে অপশাসন অন্য হাতে রবীন্দ্র-বিজ্ঞাপন
সংস্কৃতি পণ্য করে নৃত্যনাট্য অথবা নাট্যনৃত্যের উন্মত্ত নাচ
দেখো পুরবাসী, আমাদের রাবীন্দ্রিক আয়োজন, শৈল্পিক কারুকাজ!

এই বৈশাখ আমার নয়
যতদিন না রাষ্ট্রের বিপর্যয়, তুমুল পরাজয়!