এইসব দৃশ্যাবলী
তমাল সাহা

১) কোয়ালিটি

দেখছি শুনছি থাকছি চুপ
এই তো আমার দেশের রূপ!
নোবেলের এবিলিটি
মন্ত্রীর ক্যাপাবিলিটি–
কোথায় স্বার্থ কে জানে
শিক্ষা দীক্ষার কি যে মানে?
এবিলিটি ও ক্যাপাবিলিটি
মিলে মিশে ইকুয়ালিটি!

কোথায় পাবে তুমি কোয়ালিটি!

জননী জন্মভূমিশ্চ গরিয়সী
শিক্ষাবিদ শিক্ষানাশী বসে আছে পাশাপাশি!

২) হামাগুড়ি

ধূপগুড়ি লাটাগুড়ি শিলিগুড়ি
বর্ষাকালে ইলশেগুঁড়ি।
রাজধানীর রাস্তায়
কল্লোলিনী তিলোত্তমায়
প্রাণ ভরে দেখো হামাগুড়ি!

৩) গোলমাল

গাঙ্গেয় উপত্যকায় গোলমাল বিশাল
মিলেমিশে একাকার চোর-ডাকাত-দালাল!

শয়তানদের কোথায় বাস?
বইমেলার চত্বরে তাদের আবাস!

৪) সেলাম

সবাই জেনে গেছে ইতোমধ্যে–
আমি বড্ড বেশি মাতৃভক্ত
আমার ধমনীতে বইছে মাতাপিতার রক্ত।

মা বলে গিয়েছে,
সব মানুষকেই করবি প্রণাম
সেই থেকে যারা গোলাম
তাদেরও আমি ঠুকি সেলাম!

৫) নাটক

আমি নাটক করিনা
আমি নাটক লিখিনা
নাটক পড়িও না
আমি নাটক দেখি

তাই
নাটক করার
নাটক পড়ার
নাটক লেখার ইচ্ছে নেই