এই মহান নাট্যকার একদিন কাঁচরাপাড়ায় এসেছিলেন

উৎপলেষু
তমাল সাহা

এক)
প্রোপাগান্ডিস্ট

দুটি শব্দ থিয়েটার ও প্রোপাগাণ্ডিস্ট
সচেতনভাবে ব্যবহার করেছিল উৎপল।
সে বলেছিল—
মাটিতে দাঁড়িয়ে তোমার অভিমুখ থাকবে লেফট
চোখ থাকবে আকাশের দিকে ইস্ট।

আর মনে রাখবে থিয়েটার একটা ওয়ার্কশপ
সেটা থাকবে তখনই সচল
নাটক দেখতে আসবে তুমি একা নয়,
সঙ্গে থাকবে দলবল।

দুই)
যাওয়া

আমাদের যেতে হবে নকশালবাড়ি
আর না হয় বেশ্যাবাড়ি—
বাক্যটি ছিল প্রতীকী।
আমরা এখনো বুঝতে পেরেছি কি?

তিন)
কল্লোল

তুমি বলেছিলে,
কল্লোল চলছে চলবে…
কোথায় উত্তাল কল্লোল!
তুমি কবে ফিরবে?

চার)
সংলাপ

বিতান মুখার্জী। হি ইজ আ ব্লাডি কমিউনিস্ট, অ্যারেস্ট হিম।
মারা গেছে, ও আচ্ছা। তাহলে ডোন্ট অ্যারেস্ট হিম।

এটা হাসির সংলাপ, না হাড়রক্ত হিম!

পাঁচ)
মনে পড়ে

কালো হাত, পেট্রোল বোমা ব্যারিকেড,টোটা, লাল দুর্গ, বাংলা ছাড়ো—
এইসব শব্দগুলি কে কে জানে, হাত তোলো!

মনে পড়ে?
নাটকে এই শব্দগুলি উৎপল দত্ত
বলে গিয়েছিল সোচ্চারে!

ছয়)
ডাক

রে তিতুমীর! ছোড় বিষমাখা তীর
বাঁশের কেল্লা নয়, এবার লালদুর্গ গড়
রাইফেল তুলে ধর, ভর টোটা
উড়িয়ে দে রাষ্ট্র গোটা!