অবতক খবর,ইসলামপুর, ২৮মে: ভারতীয় কমিউনিস্ট পার্টি ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে কমিউনিস্ট ম্যানিফেস্টোর ১৭৫ বর্ষপূর্তি ও গীতা মুখার্জির ১০০ তম জন্ম শতবার্ষিকী সামনে রেখে ইসলামপুরে একটি মিছিল করার পাশাপাশি ইসলামপুর বাস টার্মিনার্সের সামনে একটি পথসভা আয়োজন করা হয় ।

এই পথ সভাতে উপস্থিত ছিলেন সি পি আই কেন্দ্রীয় কমিটির নেতা শ্রীকুমার মুখার্জির , পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা শ্যামশ্রী দাস , ইসলামপুর লোকাল কমিটির সম্পাদক পবন কুমার যাদব , প্রদীপ শাহ , সন্দীপ ঝা প্রমুখ উপস্থিত ছিলেন । শ্রীকুমার মুখার্জি তিনি বলেন আজকের দিনে গীতা মুখার্জির জীবন ,আদর্শ এবং মূল্যবোধ সমাজ জাগরনে বড়ই প্রয়োজন।নতুন সংসদ ভবন উদ্ধোধনে রাষ্ট্রপতিকে উপেক্ষা করে সাধুসন্তদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্ধোধন করার তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি ।সংসদীয় রীতি অনুসারে সংসদের অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষনের মধ্য দিয়ে।কিন্ত নতুন সংসদ ভবন উদ্বোধনে তাকে ডাকা হলো না।ওই সংসদ ভবনে অধিবেশন শুরুর সেক্ষেত্রে কি করবেন , তখনও কি রাষ্ট্রপতিকে উপেক্ষা করা হবে।