অবতক খবর,৯ এপ্রিল: ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশন সহ উত্তর দিনাজপুর জেলার রেলের একাধিক উন্নয়নের দাবিতে ভারত সরকারের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কাছে দাবি পত্র পেশ করেছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে। ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস ও ইসলামপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের শান্তিনগরে ফ্লাইওভার, আলুয়াবাড়ি স্টেশনে রেম্প, ডিজিটাল ডিসপ্লে রাধিকাপুর আলিপুরদুয়ার ট্রেন, রাধিকাপুর দিল্লী ট্রেন, রায়গঞ্জ ডালখোলা রেল লাইন সহ একাধিক দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সঙ্গে দেখা করেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সদস্যরা।

দিনাজপুর চেম্বার অব কমার্সের অর্গানাইজিং কমিটির সদস্য দামোদর আগারওয়াল বলেন রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরীর রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানান তারা। উত্তর দিনাজপুর জেলার রেলের বিভিন্ন সমস্যা নিয়ে রেল মন্ত্রীর কাছে দাবি পেশ করা হয়েছে। জেলার বিভিন্ন দাবি-দাওয়া পেশ করা হয়েছে সেগুলো দ্রুততার সঙ্গে মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।