অবতক খবর,৫ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ব্লঞ্চা মৌজায়র গোয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য যৌথ উদ্যোগে। নুর উদ্দিন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান এলাকায় একটি নতুন সাব সেন্টার গড়ে তোলা হবে তার জন্য জমি পরিদর্শনে এসেছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান এই স্বাস্থ্য কেন্দ্র সাব সেন্টার গড়ে তোলা হলে এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে ডিমরুল্লা, তেলিভিটা, রুইয়া শিয়াল তোর, সহ বিভিন্ন গ্রামের মানুষ উপকৃত হবেন। ইসলামপুরের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অংশ উপকৃত হবে। ইসলামপুর বাইপাস এলাকায় গড়ে তোলা হবে এই স্বাস্থ্য কেন্দ্রটি সাধারণ মানুষ উপকৃত হবেন। সরকারের যে জমি রয়েছে ভেস্ট ল্যান্ড জমির ওপর এই এই স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি আরো জানান আরও একটি জমি পরিদর্শন করতে যাবেন এবং তার মধ্যে যেটি পছন্দ হবে তাতেই গড়ে তোলা হবে।তবে এই জমিটি সবথেকে ভালো কারণ বাইপাসের একদমই কাছে এবং সাধারণ মানুষের সুবিধা হবে এই জমিতে গড়ে তোলা হলে। ইসলামপুর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় ইসলামপুরে মোট 13 টি নতুন স্বাস্থ্য কেন্দ্র সাব সেন্টার গড়ে তোলা হবে।