অবতক খবর,১৮ জুনঃ আম্রুত-২ প্রকল্পে জেলার খবর বিভিন্ন পৌরসভায় নতুন পানীয় জল প্রকল্প, নিকাশি নালা ও জলাশয় জলাশয় সংস্কারের মতো নানা রকম পরিকল্পনা নেওয়া হয়েছে এই কাজে জেলার ২১টি পৌরসভার জন্য মোট ২ হাজার ৪৩০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আর এই প্রকল্প যদি যথাসময়ে রূপায়িত হয় তবে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। গত ৮ এপ্রিল মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যের হাই পাওয়ার স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছিল। সেখানে আম্রুত-২ প্রকল্পে রাজ্যের মোট ৮৯টি পৌরসভার মধ্যে উত্তর ২৪ পরগণার ২১টি পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে পৌরসভা গুলিকে দ্রুত ডিপিআর তৈরি করতে বলা হয়েছে।

বারাসাত,বিধান নগর, হালিশহর,পানিহাটি,উত্তর দমদম সহ অন্যান্য পৌরসভায় জল প্রকল্প তৈরি করা হবে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন পৌরসভার কত বরাদ্দঃ-

•বিধাননগর-৪২৬.২৩ কোটি।

•নিউ ব্যারাকপুর-৫৭.৭০ কোটি।

•বরানগর-৫২.৫৬ কোটি।

•কামারহাটি-১৩২.৬৪ কোটি।

•কাঁচরাপাড়া-৩৫.৬৪ কোটি।

•উত্তর দমদম-২৯৩.৪৩ কোটি।

•পানিহাটি-১৫২.৫৫ কোটি।

•বারাসাত-৩০৮.২১ কোটি।

•উত্তর ব্যারাকপুর-২৩.৩০ কোটি।

•ব্যারাকপুর-৩৬.৯২ কোটি।

•দক্ষিণ দমদম-২৩৮.৮১ কোটি।

•দমদম-৬৬.৩২ কোটি।

•মধ্যমগ্রাম-৫৪.১৩ কোটি।

•খড়দহ-১৬.৯১ কোটি।

•হাবরা-১৭.০২ কোটি।

•ভাটপাড়া-৫২.৩৮ কোটি।

•নৈহাটি-৯২.৮৯ কোটি।

•গাড়ুলিয়া-৩২.৩৬ কোটি।

•হালিশহর-৩৩৩.৫২ কোটি।

•টাকি-০.৯০ কোটি।