অবতক খবর,১৯ সেপ্টেম্বর,মালদা:- উত্তরবঙ্গকে শিল্প নগরীর পরিকাঠামো হিসাবে গড়তে মালদায় বিভিন্ন শিল্পপতিদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো । দ্যা পলিসি টাইম নামক একটি সংস্থার পক্ষ থেকে। পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। যেখানে মালদা সহ উত্তরবঙ্গকে শিল্পনগরের রূপ দেওয়ার ক্ষেত্রে কি ধরনের পরিকাঠামো উন্নয়নের দরকার, সেই বিষয় নিয়ে মূলত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বিভিন্ন রাজ্য থেকে আগত শিল্পপতিরা মতামত বিনিময় করেন। আগামী দুদিন ব্যাপী নর্থ বেঙ্গল বিজনেস সমিত ২০২২ নামক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

এদিন বাংলাদেশ থেকেও এই বাণিজ্যিক সম্মেলনে কয়েকজন শিল্পপতিরাও অংশগ্রহণ করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন নাগপুর, কানপুরের বেশ কিছু পোশাক উৎপাদনকারীর শিল্পপতিরা। এছাড়া উপস্থিত ছিলেন মালদা তথা বেশ কয়েকটি রাজ্যের ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও।