অবতক খবর :: উত্তর দিনাজপুর :: লরি ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো সেভিক ভলেন্টিয়ার সহ পুলিশের এ এস আইয়ের। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার কানকি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত পুলিশ কর্মীর নাম সফিউল ইসলাম ও সেভিক ভলেন্টিয়ার (চালক) নাম কামরুল হক।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এ এস আই সফিউল ইসলাম ও কামরুল হক ইসলামপুর থানায় কর্মরত ছিলেন। ছোট গাড়ি নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডিউটিরত অবস্থায় ইসলামপুরে যাচ্ছিলেন, সে সময় উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে সংঘর্ষ হয় তাদের গাড়ির।ঘটনাস্থলেই মৃত্যু হয় সেভিক ভলান্টারিয়ার (চালক) কামরুল হকের।

এ এস আই পুলিশ কর্মী সফিউল ইসলামকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী বলেন, বছরের শুরুতেই এ এস আই সোফিউল ইসলাম ও কামরুল হকের মৃত্যু ঘটনা মেনে নেওয়া যায় না।

এ এস আই সোফিউল ইসলাম খুব ভালো একজন পুলিশ কর্মী ছিলেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । ঘাতক লরিকে আটক করেছে পুলিশ।