অবতক খবর,২৪ ফেব্রুয়ারিঃ ডানকুনি ১৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন রেলের জমিতে ৩০০ পরিবারের বসবাস ছিল , সেই সকল পরিবার কে উচ্ছেদ করতে চাইছে রেল কিন্ত তারা বলছে পুনর্বাসন না দিলে তারা উঠবে না ।

এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের ছেলেমেয়েদের ক্ষতি হবে এই সময় তাদের তুলে দিলে । তাই তারা চায় যে তাদের পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন না দিলে তারা কোথায় যাবে? কিন্তু উল্টোদিকে রেলের আধিকারিকরা বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রেলের জমিতে বসবাস করা আইনত লন্ডনীয় অপরাধ সেই গুলোকে রেল উচ্ছেদ করতে পারবে । কিন্তু যে সকল মানুষ এই রেলের জমিতে বসবাস করেন। তারা বলছেন আমরা এখন কোথায় যাবো? পুনর্বাস না দিলে আমরা এই রেলের জমি ছেড়ে উঠবো না।