অবতক খবর,২৪ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তাই শহরের মানুষকে এবং বিভিন্ন জায়গা থেকে আগত গাড়ির চালকদের নিয়ে সচেতনতামূলক প্রচার করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকেই বিভিন্ন ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে. কখনোও পরীক্ষার্থী বোঝায় গাড়ি উল্টে – বিপত্তি, কোথাও আবার হাতির হানায় মৃত পরীক্ষার্থী। সমস্ত দিক খতিয়ে দেখে গাড়ি সাবধানে চালানোর পরামর্শ দিতে এই সচেতনতা মূলক প্রচার শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। একই সাথে গাড়ি চালানোর সময় কোনোভাবেই ফোন ব্যবহার করা যাবে না, তা ভালোভাবে পথ চলতি ড্রাইভার এবং সাধারণ মানুষদেরকে বোঝানো হয় পুলিশের তরফ থেকে। শুক্রবার দুপুর বারোটা নাগাদ হাতে প্ল্যাকার্ড এবং ফ্লেক্স নিয়ে মেদিনীপুর শহরের ধর্মা থেকে গোলকুয়ার চক যাওয়ার রাস্তায় র‍্যালি করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। এই ৱ্যালিতে পা মেলান মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা।