অবতক খবর,২১ সেপ্টেম্বর: ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী বনেদি পরিবারের পুজো নন্দি বাড়ী। ইসলামপুর শহরের প্রাচীনতম পুজো। এই পুজো নন্দিবাড়ী বলে খ্যাত।এই পুজো প্রায় 46 বছরের পুরোনো। পরিবার সূত্রে এই পুজো ওপার বাংলা থেকেই চলে আসছে। এপার বাংলা আসার পর থেকে এই পুজো ইসলামপুরের রামকৃষ্ণ পল্লী এলাকায় নিজ বাসভবনে পুজো করে আসছেন।

পরিবারের লোকজন জানান, বংশ-পরম্পরা ধরেই এই পুজো চলে আসছে। বৈশিষ্ট্য হল একচালার মধ্যে মা তার পরিবারের সবাইকে নিয়ে পুজোর গ্রহণ করেন। যিনি প্রতিমার কারিগর তিনি বলেন, ছোট থাকতেই এই প্রতিমা গড়ে আসছি। বাড়ির পুত্রবধূ আরো জানান,এই চারটে দিন খুব আনন্দের সঙ্গে কেটে যায়। পুজোতে বাইরে যে ঘুরতে যাওয়া সেটা আর হয়ে ওঠে না। কারণ প্রচুর লোকের সমাগম হয়, ভোগ বিতরণ করতে হয়। বাড়িতে প্রচুর লোকজন আত্মীয়-স্বজন আসে। তাদেরও ভোগ বিতরণ সহ একাধিক আচার নিয়মের মধ্যে দিয়ে এই চারটে দিন পার হয়ে যায়। সুদেব নন্দী পরিবারের সদস্য জানান, প্রতিমা এখানে মা হিসেবে আমরা তাকে পূজিত করে আসছি। তার আদেশ নির্দেশ অনুযায়ী আমরা থাকি আমাদের পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো মা সারা বছরই আমাদের এই মন্ডবে থাকেন তবে ষষ্ঠীর দিন পুরনো প্রতিমা কে বিসর্জন করে নতুন প্রতিমা আবার মন্ডল বসে। এবং সারাবছর ওই প্রতিমাসে পুজো চলে।তবে চারটে দিন খুব আনন্দ সঙ্গে আমরা পালিত করে থাকি।তবে আমরা এই পুজোকে আমাদের পারিবারিক পুজো বলে মনে করিনা নন্দীবাড়ির পুজো সম্পূর্ণ ইসলামপুর শহর ও তার পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটি মানুষএর পুজো।