অবতক খবর,৪ নভেম্বরঃ ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কমিটি মিলন পল্লী পক্ষ থেকে তে”পাড়ায় বসে সমস্যা সমাধান কর্মসূচি ” শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় আদিবাসী পাড়া সংলগ্ন ফুটানি মোরে এই সভায় অনুষ্ঠিত হয়। এই সভাতে প্রচুর মানুষ নিজের অভাব অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সমস্যা কথা ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিটিকে জানিয়েছেন। এইসব হাতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা শাহ দাস এবং যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি বিক্রম দাস এবং অন্য অন্যরা । ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান এই পাড়ার সমাধান সবার মাধ্যমে সবার অভাব ও অভিযোগ সোনা হয়েছে, যেসব মানুষের বা পরিবারের যে যে সমস্যা রয়েছে সে সমস্যা গুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার পাশাপাশি যারা লক্ষী ভান্ডার বা এস সি এস টি সার্টিফিকেট ও অন্যান্য সরকারি গল্পগুলির সুবিধা পাননি তাদের ওই সুবিধা গুলি আগামী দুয়ারে সরকারের মাধ্যমে করার চেষ্টা করা হবে । অন্যদিকে বিক্রম দাস জানান এর আগে কোন কাজ হয়নি কিন্তু তারা ছয় মাস আগে জিতে আসার পরে রাস্তাঘাট সমেত বিভিন্ন কাজ করেছেন আগামীতেও যেসব সমস্যা রয়েছে সবগুলি সমাধান করার চেষ্টা করা হবে ।