অবতক খবর,১০ জুলাইঃ গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ইসলামপুর থানার দাঁড়াকাটি নিচুবাজার এলাকায় ভোট চলাকালীন ব্যাপক বোমাবাজি হয়েছিলো। বোমাবাজির অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। বাম,কংগ্রেস জোট কর্মীদের ভয় দেখাতে শাসক দলের দুষ্কৃতীরা বুথের বাইরে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনার জন্য পুলিস আজ কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করতে আসলে মহিলাদের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। পুলিশ মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি করে বলে অভিযোগ।

ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে কংগ্রেস কর্মীদের ফাঁসানোর অভিযোগে ওঠে পুলিশের বিরুদ্ধে। মহিলাদের সাথে পুলিশের ধস্তাধস্তির অভিযোগে দাঁড়াকাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মহিলারা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলা কর্মীরা জানান,ভোটের দিন বোমাবাজির অভিযোগে পুলিশ তৃণমূল কর্মীদের গ্রেফতার করলেও তাদের ছেড়ে দেয়। পরিবর্তে কংগ্রেস কর্মীদের ধরতে এলে পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের বাক বিতন্ডা শুরু হয়। পাশাপাশি ধস্তাধস্তির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।