আজ ১০ জুলাই অঙ্কের মাস্টারমশাই
কে সি নাগের জন্মদিনঃ অবতকের প্রতিবেদন

অঙ্কের মাস্টারমশাই
তমাল সাহা

গণিত বিশারদ অঙ্কের মাস্টারমশাই কেসি নাগ এটা আবার কে না জানে!
তিনি অনেক ভুলভাল অঙ্ক শিখিয়েছেন
সে কথা কেউ মুখেও আনে না
উনি পণ্ডিত মানুষ এটাই সকলে মানে।

ঐকিক নিয়মের অঙ্কে অনেক উদাহরণ দিয়েছেন তিনি
সময়ের সঙ্গে কার্যের সম্পর্ক
কার্যের সঙ্গে শ্রমিকের সম্পর্ক
দিনের সঙ্গে ঘন্টার সম্পর্ক
কার্যের সঙ্গে শ্রমিকের সম্পর্ক
তিনি কেন বলেননি, বেলা বাড়লে খিদে বাড়ে
বড়দিনের সঙ্গে খিদের সম্পর্ক সমানুপাতী!
এসব তিনি খুলে বলেন নি
এই নাকি তার গাণিতিক পণ্ডিতি?

অঙ্কের নিয়মে
রাজার সঙ্গে প্রজার সম্পর্ক কি
শ্রমিকের সঙ্গে মালিকের কি সম্পর্ক
অথবা জমিদারের সঙ্গে চাষীর মজুরির সম্পর্ক কি
এসব কোন কথাই তিনি আনুপাতিক ভাগহারে খুলে বলেন নি!

দুটো নল তিনটে নল চারটে নল বন্ধ-খোলাকে
বিষয় করে চৌবাচ্চার অঙ্কে
তিনি অনেক রকম গাণিতিক হিসাব দিয়েছেন কিন্তু কল খুলে কারা চৌবাচ্চায় জল ভরে, তাদের খিদের চৌবাচ্চা ভরে কিনা সে কথা পাটিগণিতের নিয়মে তিনি বলেন নি!

ভোটের দিন যত এগোয় লাশের সংখ্যা তত বাড়ে কেন
এসব কোনো উদাহরণ নেই তার বইয়ের পাতায়।
তিনিই তো শিখিয়েছেন মিশ্রণের অঙ্ক
কষে দেখাও গোয়ালা দুধে কত জল মেশায়?

দুধে জল মেশানোটাই তো অপরাধ এটা তো তিনি বলেননি?
মাস্টারমশাইরা চক-ডাস্টার হাতে ব্ল্যাকবোর্ডে সেই অঙ্ক এখনো শেখায়!

তিনি পশুপ্রেমিক ছিলেন না নিশ্চিত
তবে মানুষকে না উঠিয়ে কেন তৈলাক্ত বাঁশের মাথায় একটি ছাপোষা বাঁদরকে ওঠাতে গেলেন?

পুলিশ কী করে চোরকে ধরবে?
অঙ্কের মাস্টার মশাই পুলিশ না চোরের পক্ষে এটা বোঝা বড় দায়!
পুলিশের কত লাফ চোরের কত লাফের সমান
এই হিসেব তিনি কষে দেখান কার স্বার্থে?
তাই কি এইসব ফালতু রাজনৈতিক দলে
এই দেশ পূর্ণ হয়ে গেল যতসব চোর আর অপদার্থে?