অবতক খবর,৯ ফেব্রুয়ারি : গভীর রাতে ইসলামপুর শহরের একাধিক মন্দিরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর মূর্তি ভাঙার ঘটনায় শহর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পাশাপাশি এদিনের এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তারের বিষয়ে ২৪ ঘন্টার সময়সীমা পুলিশ প্রশাসন চেয়েছে বলে মন্দির উদ্যোক্তারা জানিয়েছেন। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ইসলামপুর শহরের শিবদাঙি পাড়ার এক মন্দিরের তালা ভেঙে কালীর মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকার অষ্টপ্রহরের রাধাকৃষ্ণর মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। শহরের এই দুই মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনা জানাজানি হতেই মানুষ ভিড় জমাতে শুরু করে। ভাঙা মূর্তি দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবীতে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় শিবদাঙি পাড়া ও মিলনপল্লী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ প্রশাসনের থেকে আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন। তবে ২৪ ঘন্টার সময়সীমার মধ্যে প্রকৃত দোষীদের গ্রেপ্তার গ্রেফতার করতে না পারলে মন্দির কমিটি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি শহরজুড়ে এতো সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো বিকল কেন অভিযোগ তুলেছেন মন্দির কমিটি। সবমিলিয়ে মূর্তি ভাঙার ঘটনায় শহরজুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।