অবতক খবর,২৪ এপ্রিল: ইন্ডি জোটের নির্বাচনী ইস্তেহারে মা-বোনদের সঞ্চয় ও সম্পত্তির ওপর নজর দেওয়া হয়েছে। বুধবার ইন্ডি জোটের ইস্তেহার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডি জোট।

কিন্ত ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকার বেশি ইলেক্ট্রোরাল বন্ডের টাকা পেয়েছে। অথচ এই বিষয়ে নিশ্চুপ ইন্ডি জোট। তাঁর কটাক্ষ, ইন্ডি জোটের প্রধান শরিক তৃণমূল ৪২ টি আসনে লড়ছেন। অথচ মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন।