অবতক খবর,৩০ জানুয়ারি: নোয়াপাড়া থানার ইছাপুর তিন নম্বর বাপুজি কলোনিতে তৃণমূল নেতা গোপাল মজুমদার খুনের তদন্তে রবিবার বেলায় আসে তিন সদস্যের সিআইডি টিম। সঙ্গে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম নগরপাল ক্রাইম অজয় ঠাকুর। বিকেলের দিকে ঘটনাস্থলে আনা হয়েছিল স্নিফার ডগ। প্রশিক্ষিত কুকুরটি গন্ধ শুঁকতে শুঁকতে রেললাইন পর্যন্ত যায়। তারপর খেলার মাঠ ঘুরে বাপুজি কলোনি পুকুরের কাছে গিয়ে থমকে যায়।

তবে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িতদের পুলিশ নাগাল পায়নি। চারদিন আগে স্থানীয় বিজেপি নেতা বিজয় মুখার্জির সঙ্গে বাকবিতন্ডা হয়েছিল নিহত তৃণমূল নেতার। সেই ঘটনার রেশ ধরেই ঘটনার দিন রাতেই নোয়াপাড়া থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। নিহত দলীয় কর্মীর বাড়িতে এসে রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, আসামীরা খুব শীঘ্রই ধরা পড়বে। ঘটনার মূল মাথা বিজয় মুখার্জিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। বাহুবলীর ঈশারাতেই এসব হয়েছে। দলীয় কর্মীদের হত্যা করে কখনোই তৃণমূলীদের দমিয়ে রাখা যাবে না।