নিজস্ব প্রতিনিধি :- নতুন ভোটার কার্ড হচ্ছে রঙিন স্মার্ট কার্ডের মতো। দেখতে অনেকটা প্যান কার্ড, এটিএম কার্ডের মতো। যাঁরা ভোটার তালিকায় নাম তুলছেন বা ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন পত্র জমা দিচ্ছেন, তাঁরা নতুন স্মার্ট ভোটার কার্ড বা এপিক কার্ড পাবেন। সেই কার্ড হবে ৮.৬/৫.৪ সেন্টিমিটার মাপের। রঙিন কার্ডটি পিভিসি শিটের উপরে প্রিন্ট হবে। প্লাস্টিকের কার্ড হবে না। পুরু হবে ০.৬ মিমি থেকে ০.৮ মিমি। কার্ডের সামনের দিকে থাকবে ভোটারের রঙিন ছবি, নাম, পিতার নাম। পিছনে উল্লেখ থাকবে ভোটারের লিঙ্গ, জন্মের তারিখ বা বয়স, ঠিকানা এবং বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর। কার্ডটিতে মূলত তিনটি রং থাকবে। উপরে থাকবে গোলাপি, মাঝে হাল্কা নীল এবং নীচে সবুজ। পিছনে থাকবে গোলাপি রং। থাকবে অশোক স্তম্ভ এবং নির্বাচন কমিশনের লোগো।

গত ১৬ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। গত ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ হয়ে যাবে, তাঁরাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ভোটারদের ছ’নম্বর ফর্ম জমা দিতে হবে। সেই ফর্মের সঙ্গে ভোটারের ৩.২ সেমি/ ২.৪ সেমি মাপের রঙিন ছবি দিতে হবে। তবে ভোটার কার্ড সংশোধনের জন্য এপিক ০০০১ ফর্মে আবেদন করলেও নতুন ভোটার কার্ড পাবেন ভোটাররা।