অবতক খবর,২৫ ফেব্রুয়ারি,মালদা: আলুর বন্ডবিলি নিয়ে কালো বাজারি রুখতে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হল। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুপুরে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনেরের সভাপতি উজ্জল সাহা সং অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং হিমঘর মালিকরা।

আলু সংরক্ষণের ক্ষেত্রে কৃষকদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন। তাই আলুর বন্ড বিলি নিয়ে কালোবাজারি রুখতে সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এই বিষয়ে মালদা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনেরের সভাপতি উজ্জল সাহা জানান, জেলার প্রান্তিক ও ক্ষুদ্র আলু চাষীদের উৎপাদিত আলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং বন্ড বিলি নিয়ে কালোবাজারি রুখতে এই প্রশাসনিক বৈঠক।