আমারও তো কিছু বলার থাকে। তাই এসময়ে কিছু বলে যাই। আমারও মন বলে কিছু আছে তো!

আমার কথা
তমাল সাহা
( প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি )

আমার স্পষ্ট কথা
আমি অহংকারী নই,গর্বিত।
ফ্রেন্ডস রিকোয়েস্ট আসছে শত শত….
আসলে আমি ভীতুর ডিম
ভয় পাই অনবরত।
অনেক অশ্লীল শব্দ শুনি অবিরত।
অনেককে চিনিনা, জানিনা
তবুও বন্ধুত্ব বাড়াতে চাই।
সৌহার্দ্য বাড়াতে গিয়ে যদি
বরাতে জোটে অসম্মান অশ্লীলতার ছাই?
আমি ভয় পাই।

সমালোচনা চাই, কিন্তু অশ্লীল গালি!
যদিও অনেকে মনে করে ক্যায়া দিয়া শালেকো!
বাজাও হাততালি!

তাই সহজে
আর বাড়াতে চাই না মিতা।
লেখা তো আমার নেশা
তাতে বিঘ্ন ঘটুক তোমরা চাও কি তা?

ওগো, নিরুপম! নিরুপমা!
এ অসহায়কে করিও ক্ষমা।