অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,২ নভেম্বর : মুখমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন গুজরাটে অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে তিনি। কোনওমতেই বাংলায় এসব করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।বুধবার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমরা সবাই নাগরিক। আমি এটা মানি না। আমি এর বিরুদ্ধে।”

একইসঙ্গে তাঁর সংযোজন, “গুজরাট নির্বাচন আসছে তাই এসব করা হচ্ছে। বাংলায় এসব করতে দেব না।”এদিকে, গুজরাটে এই সংখ্যালঘু অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া চালু হয়ে গেল বলে মন্তব্য করেন তিনি।১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়।