অবতক খবর ,মালদা : মালদহের হরিশ্চন্দ্রপুরের রেশমা খাতুন (২৯)। শুক্রবার দিন সকালে রেশমা খাতুনের (২৯) দেহ মিলল বাড়ির আমগাছ তলায় ঝুলন্ত অবস্থায়। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। মৃতা জন্ম থেকেই খুঁড়িয়ে চলতেন , প্রতিবন্ধী এই বধূর শ্বশুরবাড়ির দাবি আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মের পর থেকেই রেশমা ডান পায়ে খুঁড়িয়ে চলতেন। প্রতিবন্ধী হওয়ায় তাঁর পক্ষে আমগাছে উঠে ওই ভাবে ঝোলা সম্ভব নয়। মৃতার পরিবারের দাবি, তাঁদের আরও দাবি না মেটাতে পেরে , জমি না মেলায় রেশমার স্বামী ওসমান আলি রেশমার উপরে আগেও নির্যাতন করেছে।

বধূর পরিবার সূত্রে খবর, রেশমা খাতুনের বিয়ের সময় পণ হিসেবে পাঁচ কাঠা জমি না দেওয়ার কথা উঠেছিল। কিন্তু সেই জমি না পেয়েই রেশমার উপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। তারপর এ দিন সকালে রেশমাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে তার বাপের বাড়িতে ফোন করে জানান ওসমান। বধূর মা মুর্শেদা বিবি বলেন, ‘আমরা গরিব মানুষ। সময়মতো জমি দিতে পারিনি। কিছুটা সময় চেয়েছিলাম। কিন্তু ওরা যে মেয়েটাকে মেরেই ফেলবে ভাবতে পারিনি।’ অভিযোগ পেয়ে বধূর স্বামী ওসমান আলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মৃতা বধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।